রবিবার, ১৩ মার্চ, ২০২২

গণিত - Part-03


v স্বাভাবিক সংখ্যা কাকে বলে ?

উত্তরঃ স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মাক অখন্ড সকল সংখ্যাকে       স্বাভাবিক সংখ্যা বলে। যেসন- 1,2,3,4,5 ইত্যাদি ।

 

v পূর্ণসংখ্যা কাকে বলে  ?

উত্তরঃ শূন্যসহ সকল ধনাত্মক ও ঋনাত্মক অখন্ড সংখ্যাকে পূর্ণসংখ্যা বলে । যেমন- .....-3,-2,-1,0,1,2,3......।

 

v ধনাত্মক সংখ্যা কাকে বলে ?

উত্তরঃ শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্ক সংখ্যা বলে। যেমন-1,2,3,3.144213..,0.14 ইত্যাদি ।

 

v ঋনাত্মক সংখ্যা কাকে  বলে  ?

উত্তরঃ শূন্য অপেক্ষা ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋনাত্মক সংখ্যা বলে । যেমন- -1,-2,-3 ইত্যাদি ।

 

v বর্গ ও বর্গমূল কাকে বলে ?

উত্তরঃ কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুনফল পাওয়া যায় তা ঐ সংখ্যার বর্গ  এবং সংখ্যাটি বর্গমূল ।যেমন-

মনে করি একটি সংখ্যা=2

2*2=4

4=বর্গ

2=বর্গমূল

 

v গ.সা.গু কাকে বলে ?

উত্তরঃ সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়কগুলোর গুণফলকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে। যেমন-

আমরা জানি, ১২ এর মৌলিক গুণনীকগুলো     =২,২,৩

        এবং        ৩০ এর মৌলিক গুণনীয়কগুলো  =২,৩,৫

১২ এবং ৩০ এর সাধারণ মৌলিক গুণনীকগুলো = ২,৩

অতএব ১২ এবং ৩০ এর গ.সা.গু=২*৩=৬

গণিত । গণিত কাকে বলে ? গণিত ষষ্ঠ থেকে দশম শ্রেণি পযর্ন্ত

গণিত - Part-03

v স্বাভাবিক সংখ্যা কাকে বলে ? উত্তরঃ স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মাক অখন্ড সকল সংখ্যাকে        স্বাভাবিক সংখ্যা বলে। যেসন- 1,2,3,4,5 ইত্যাদি...