শনিবার, ৫ মার্চ, ২০২২

গণিত - Part-02

                         

v সংখ্যার কত  প্রকার ?

উত্তরঃ সংখ্যা ২ প্রকার ।

                                     i.        বাস্তব

                                  ii.        অবাস্তব

 

v অবাস্তব সংখ্যা কাকে বলে ?

উত্তরঃ কোনো ঋণাত্নক সংখ্যার বর্গমূল কখনও বাস্তব সংখ্যা হতে পারেনা কারণ ঋণাত্নক অথবা ধনাত্নক উভয় প্রকার রাশির বর্গ ধনাত্নক রাশি। কাজেই ঋণাত্নক সংখ্যার বর্গমূল কে বলা হয় অবাস্তব সংখ্যা

 

v বাস্তব সংখ্যা কাকে বলে ?

উত্তরঃ যে সকল সংখ্যাকে সংখ্যারেখা- মাধ্যমে প্রকাশ করা যায় তাদেরকে বাস্তব সংখ্যা বলে।যেমন-    ...... -3, -2 ,-1,0,1,2,3,......

 

v বাস্তব সংখ্যা কত প্রকার ?

উত্তরঃ বাস্তব সংখ্যা প্রধানত ২ প্রকার ।

                                                                                       i.        মূলদ সংখ্যা ও

                                                                                     ii.        অমূলদ সংখ্যা

 

v মূলদ সংখ্যা কাকে বলে ?

উত্তরঃ সকল পূর্ণসংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাকে মূলদ সংখ্যা বলে p q পূর্ণসংখ্যা এবং q>0 হলে, p/q    আকারে সংখ্যাকে মূলদ সংখ্যা বলে ।      যেমন- 1,2,3,5.5,2.5 ইত্যাদি

 

v অমূলদ সংখ্যা কাকে বলে ?

উত্তরঃ অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণসংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না। যে সংখ্যাকে , p/q     কারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। যেমন-3.144213.....,1.58113...ইত্যাদি ।

গণিত । গণিত কাকে বলে ? গণিত ষষ্ঠ থেকে দশম শ্রেণি পযর্ন্ত

গণিত - Part-03

v স্বাভাবিক সংখ্যা কাকে বলে ? উত্তরঃ স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মাক অখন্ড সকল সংখ্যাকে        স্বাভাবিক সংখ্যা বলে। যেসন- 1,2,3,4,5 ইত্যাদি...